Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৫ ২২:০৪ | আপডেট: ১২ আগস্ট ২০২৫ ০০:২৫

রংপুরে একই পরিবারের ৫ জনের ইসলাম ধর্ম গ্রহণ। ছবি: সংগৃহীত

রংপুর: জেলার বদরগঞ্জে একই পরিবারের পাঁচজন হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

সোমবার (১১ আগস্ট) বিকেলে সরকারি নিয়ম অনুযায়ী সব কাজ শেষ করে রংপুর নগরীর আল জমিয়াতুল করীমিয়া নুরুল উলুম মসজিদে ধর্মীয় রীতি অনুসরণ করে মুসলিম হওয়ার কাজও শেষ করেছেন তারা। এর পর ওই পাঁচজন আদালতের মাধ্যমে এফিডেভিট করেন।

ধর্মান্তরিত ব্যক্তিরা হলেন– বদরগঞ্জ পৌর এলাকার চাঁদকুটির ডাঙ্গা এলাকার মোহাম্মদ আব্দুল্লাহ (আগে নাম: গণেশ দাস), তার স্ত্রী মোছা. আমিনা বেগম (আগের নাম: বুবলি রানী দাস), ছেলে ফুজাইল মুয়াজ (আগের নাম: রঞ্জন দাস), মোহাম্মদ সাইফুল্লাহ সাইফ (আগের নাম: সাজন কুমার), আয়ান আহমেদ (আগের নাম: রিশান কুমার দাস)।

বিজ্ঞাপন

এই পাঁচজন জানান, স্বেচ্ছায় ও সজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কেউ তাদের ধর্মান্তরিত হতে প্ররোচণা দেয়নি। ইসলামের সুশীতল ছায়াতলে আসতে পেরে তারা নিজেদের ধন্য মনে করছেন।

সারাবাংলা/পিটিএম

ইসলাম ধর্ম গ্রহণ টপ নিউজ রংপুর হিন্দু