Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির সৌজন্য সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৫ ২২:২১ | আপডেট: ১২ আগস্ট ২০২৫ ০০:২৫

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের একটি সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) সন্ধ্যায় ঢাকায় রাষ্ট্রদূতের অফিসিয়াল বাসভবনে এই বৈঠক হয়। এনসিপির যুগ্ম সদস্যসচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন এই তথ্য নিশ্চিত করেন।

এনসিপির পক্ষ থেকে বৈঠকে অংশ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা এবং যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ।

বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কারের রূপরেখা, আসন্ন জাতীয় নির্বাচন এবং এনসিপির জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনা হয়। এ সময় জুলাই পদযাত্রায় দেশের বিভিন্ন জেলায় জনগণের সাড়া সম্পর্কেও মতবিনিময় হয়।

বিজ্ঞাপন

মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর এরিক গিলান, পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট এবং পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ।

সারাবাংলা/এফএন/এইচআই

এনসিপি ট্রেসি অ্যান জ্যাকবসন নাহিদ ইসালাম মার্কিন রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ