Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শর্তসাপেক্ষে ভোট গণনা কেন্দ্রে গণমাধ্যমকর্মীদের প্রবেশের অনুমতি ‎

স্টাফ করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৫ ২৩:৪০ | আপডেট: ১২ আগস্ট ২০২৫ ০০:২৪

কথা বলছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি: সারাবাংলা

ঢাকা: জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যমকর্মীরা ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারবেন। তবে সেক্ষেত্রে গণনা শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটা সময় থাকতে হবে। মাঝপথে বের হওয়া যাবে না।

‎সোমবার (১১ আগস্ট) সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে আরপিওতে এমন সিদ্ধান্ত রাখা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

‎তিনি জানান, আরপিওতে গণমাধ্যমের বিষয়ে নানান বিষয় যুক্ত করা হয়েছে। আগামীতে গণমাধ্যমের সঙ্গে বৈঠক করে সেসব নির্ধারণ করা হবে।

‎ইভিএম সংক্রান্ত যাবতীয় বিধি বিলুপ্ত করা হয়েছে বলেও তিনি জানান।

‎সংসদীয় আসনের খসড়ার ওপর আপত্তির বিষয়ে তিনি বলেন, ‘৮২টি আসন থেকে দাবি-আপত্তি পাওয়া গেছে। পরবর্তীতে এগুলো শুনানি করে নিষ্পত্তি করা হবে।’

বিজ্ঞাপন

‎এদিকে, নির্বাচনে নারীদের লক্ষ্য করে সাইবার বুলিং রোধে আচরণবিধিতে নতুন ধারা যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

‎সানাউল্লাহ বলেন, ‘একটি বিষয় যেটা আচরণবিধিতে যোগ হবে দল এবং প্রার্থীদের জন্য। সেটা হচ্ছে নারীর প্রতি সম্মান নিশ্চিতের লক্ষে যথাযথ কার্যকরি ব্যবস্থা গ্রহণ করা। আমি গতকালকেও একটা অনুষ্ঠানে যুক্ত ছিলাম। সেখানে জনপ্রিয় নেত্রী একটা সমস্যার কথা উত্থাপন করেছিলেন যে সাইবার বুলিংটা বিশেষ করে নারীদেরকে টার্গেট করে অস্বাভাবিক পরিমাণ বেড়ে গেছে। এটা অন্ততপক্ষে দল এবং প্রার্থীদের আচরণবিধির মধ্যে শামিল করা প্রয়োজন। পাশাপাশি আজকে ক্যাবিনেটেও এটা নিয়ে আলোচনা হয়েছে। সার্বিকভাবে নারীদের প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের জন্য সহনীয় অবস্থান তৈরি করা।’

‎নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান, বেশকিছু বিষয় আরপিওতে যুক্ত করা হয়েছে। পরবর্তীতে, কমিশনের চূড়ান্ত আরপিওটি আগামী সপ্তাহে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। এরপর উপদেষ্টা পরিষদের অনুমোদনসাপেক্ষে এটি অধ্যাদেশ আকারে জারি করা হবে।

‎সারাবাংলা/এনএল/এইচআই

ইসি গণমাধ্যমকর্মী জাতীয় নির্বাচন ভোট গণনা