Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আর নয় লটারির মাধ্যমে ভোটের ফল নির্ধারণ

স্টাফ করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৫ ০০:১৯ | আপডেট: ১২ আগস্ট ২০২৫ ০০:২১

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি: সারাবাংলা

ঢাকা: আসন্ন নির্বাচনে প্রার্থীর লটারির মাধ্যমে নির্বাচিত হওয়ার সুযোগ থাকছে না। যদি কোনো আসনে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত দু’জন প্রার্থীর সমান ভোট হয়, তাহলে লটারির বদলে সেখানে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার (১১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অ.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি জানান, ভোটের সংখ্যা দুইজন প্রার্থীর মধ্যে যদি সমান হয়ে যায় তাহলে লটারির মাধ্যমে প্রার্থী নির্বাচনের যে বিধান ছিল কমিশন সেটা থেকে সরে এসেছে। কমিশন মনে করে এক্ষেত্রে প্রার্থীকে ফের নির্বাচনের মাধ্যমেই জয়ী হয়ে আসতে হবে।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনার জানান, গণপ্রনিধিত্ব আদেশে আগে লটারির মাধ্যমে যে বিধান ছিল, লটারির মাধ্যমে সংসদ সদস্য নির্বাচনের যে বিষয়টি এটা কমিশন সঠিক বলে মনে করে না।

সেসঙ্গে তিনি জানান, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ বন্ধ করেছে কমিশন। এক্ষেত্রে একজন প্রার্থী থাকলে তাকে প্রতিদ্বন্দ্বিতা করেই আসতে হবে।

তিনি বলেন, ‘কোনো আসনে একজন প্রার্থী থাকলে তিনি আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন না। এক্ষেত্রে না ভোটের চেয়ে সংশ্লিষ্ট প্রার্থী বেশি ভোট পেলেই কেবল তিনি নির্বাচিত হবেন।

তিনি আরও বলেন, ‘আগের আরপিওতে নিবন্ধন বাতিলের সুযোগ থাকলে কোনো দলের নিবন্ধন স্থগিতের কোনো সুস্পষ্ট বিধান ছিল না। নিবন্ধন বাতিল না করে কোনো দলের কার্যক্রম স্থগিত থাকলে যেন নিবন্ধন স্থগিত রেখে লঘু শাস্তি দেওয়া যায়, আমরা সে বিষয়টাও আইনি কাঠামোর মধ্যে আনার সিদ্ধান্ত নিয়েছে। এটা আওয়ামী লীগ বা একক কোনো দলের জন্য নয়।

মো. সানাউল্লাহ বলেন, ‘শুধুমাত্র ডিজিটাল বিলবোর্ডগুলোতে আলোর ব্যবহার করা যাবে। আলোক সজ্জার ওপর নিষেধাজ্ঞা থাকবে।’

সারাবাংলা/এনএল/এসআর

আসন্ন নির্বাচন নির্বাচন কমিশনার ফল নির্ধারণ লটারি