Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উখিয়ার সীমান্ত থেকে অস্ত্রসহ আরাকান আর্মির সদস্য আটক

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৫ ০০:২৫ | আপডেট: ১২ আগস্ট ২০২৫ ০০:২৬

আরাকান আর্মির সদস্যকে আটক করেছে বিজিবি। ছবি: সংগৃহীত

কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী সীমান্ত থেকে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির এক সদস্যকে অস্ত্রসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১১ আগস্ট) সকালে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তে এই ঘটনা ঘটে। বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক হওয়া ব্যক্তির নাম জীবন তঞ্চঙ্গা (২১)। তার কাছ থেকে একটি অত্যাধুনিক বিদেশি আগ্নেয়াস্ত্র এবং কিছু সংখ্যক গুলি উদ্ধার করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল জসিম উদ্দিন জানান, জীবন তঞ্চঙ্গা বালুখালী সীমান্তের শূন্যরেখা পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এরপর তিনি বালুখালী ক্যাম্পের একটি সীমান্ত চৌকিতে বিজিবি সদস্যদের কাছে অস্ত্র সমর্পণ করে আশ্রয় চান। বিজিবি সদস্যরা তখন তাকে হেফাজতে নেয়।

বিজ্ঞাপন

আটককৃত আরাকান আর্মির সদস্য জানিয়েছেন যে ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকিতে থাকায় তিনি অস্ত্রসহ বাংলাদেশে পালিয়ে এসেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পর অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে পুলিশের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

আটককৃত জীবন তঞ্চঙ্গাকে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়ার জন্য উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান লে. কর্নেল জসিম উদ্দিন।

সারাবাংলা/এইচআই

আরাকান আর্মি উখিয়া