Friday 16 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে ইউপি চেয়ারম্যান রাজু আহমেদ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৫ ০৯:০৯ | আপডেট: ১২ আগস্ট ২০২৫ ১১:৫৮

গ্রেফতার রাজু আহমেদ।

রংপুর: রংপুরের হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১১ আগস্ট) বিকেলে তাকে উপজেলা সদরে থানা রোড থেকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রাজু আহমেদের বিরুদ্ধে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক অ্যাডভান্স ডিটেনশন সংক্রান্ত আটকাদেশ থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ।

জানা গেছে, সোমবার ইউএনওর সভাকক্ষে উপজেলা আইনশৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন রাজু আহমেদ। আইনশৃঙ্খলা সভা শেষে বাড়ি ফেরার পথে রাজু আহমেদকে গ্রেফতার করে পুলিশ।

বিজ্ঞাপন

এ বিষয়ে কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ বলেন, হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদের বিরুদ্ধে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক অ্যাডভান্স ডিটেনশন সংক্রান্ত ৩০ দিনের আটকাদেশ ছিল।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর