Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ: ৩ নেতা বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৫ ১১:২৬ | আপডেট: ১২ আগস্ট ২০২৫ ১৩:০২

বিএনপি লোগো। ছবি: সংগৃহীত

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির কাউন্সিলর তালিকা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সই করা পত্রে তাদের এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।

বহিষ্কৃতরা হলেন- শ্যামনগর সদর ইউনিয়ন (বর্তমান পৌরসভা) যুবদলের সদস্য সচিব মোতালেব হোসেন খাঁ, শ্যামনগর পৌর বিএনপি’র সার্চ কমিটির সদস্য মফিজুল মফিজুর রহমান মফু ও হায়বদপুর গ্রামের বিএনপি কর্মী সরতে বাবু।

বহিষ্কারাদেশে বলা হয়, ‘গত ২৫ জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপি কর্তৃক নির্দেশিত হয়ে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে গণতান্ত্রিক উপায়ে বিএনপির তৃণমূল কর্মীদের সরাসরি ভোটের মাধ্যমে শ্যামনগর পৌরসভার ওয়ার্ড বিএনপির নেতা নির্ধারণের কাউন্সিল অনুষ্ঠানে আপনাদের বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, ভোট প্রদানে বাধা, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের সুনাম ক্ষুণ্ন করাসহ দলীয় সিদ্ধান্ত অমান্য করার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। যা দলীয় শৃঙ্খলা ভঙ্গের পরিপন্থী। এমতাবস্থায়, আপনাদেরকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।’

বিজ্ঞাপন

এর আগে, গত ২৭ জুলাই কাউন্সিলর তালিকা নিয়ে দ্বন্দ্বে সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় শ্যামনগর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিবরসহ ১৩ নেতা-কর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল সাতক্ষীরা জেলা বিএনপি।

প্রসঙ্গত, গত ২৫ জুলাই বিকালে শ্যামনগরের নকিপুর সরকারি এইচ.সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শ্যামনগর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠনের কাউন্সিল চলাকালে কাউন্সিলর তালিকা নিয়ে দ্বন্দ্বে বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ লিয়াকত আলী বাবু, কর্মী আনোয়ার-উস সাহাদাৎ মিঠু, আশরাফ বাবু, লিয়াকত আলীর জামাতা সাদিকুল ইসলাম তোহা, বেয়াই ডা. নজরুল ইসলাম ও মহসীন কলেজ ছাত্রদলের সদস্য আশিক হোসেন আহত হন।

সারাবাংলা/এসডব্লিউ

২ গ্রুপের সংঘর্ষ ৩ নেতা বহিষ্কার বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর