Saturday 01 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেকনাফে ছাগলের ঘরে মিলল ১৪ ফুট লম্বা অজগর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৫ ১১:৫২

১৪ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছেন এই বৃদ্ধ।

কক্সবাজার: জেলার টেকনাফে ছাগলের ঘর থেকে ১৪ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করে বন বিভাগের কাছে তুলে দিয়েছে জহির আহমদ নামে ৬৮ বছর বয়সী এক বৃদ্ধ।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে এই তথ্য নিশ্চিত করে টেকনাফ রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুর রশিদ জানান, গত রাত ১১টার দিকে টেকনাফ সদর জাহালিয়া পাড়া জহির আহমদ এর ছাগলের ঘর থেকে এই সাপটি উদ্ধার করা হয়।

তিনি জানান, সকালে টেকনাফ সদর জাঁহালিয়া পাড়া এলাকার লোকজন ফোন করে একটি অজগর সাপ উদ্ধারের খবর জানালে পরে ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করা হয়।

টেকনাফ সদর ইউনিয়নের জাহালিয়া পাড়া ২ নম্বর ওয়ার্ডের এলাকার সাপ উদ্ধার করা ব্যাক্তি জহির আহমেদ জানান, রাত ১১টার দিকে এই অজগর সাপটি পাহাড় থেকে নেমে এসে তার ছাগলের ঘরে ঢুকে পড়ে। রাস্তায় লোকজন হাঁটাহাটির সময় সাপের আওয়াজ শুনতে পেয়ে তাকে জানালে তার ছেলে ও ভাতিজাসহ কয়েকজন মিলে সাপটি ধরে ড্রামের ভেতরে রেখে দেন। পরে বন বিভাগের লোকজনের হাতে তুলে দেন।

বিজ্ঞাপন

রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুর রশিদ জানান, সাপটি প্রায় ১৪ ফুট লম্বা। ওজন ৩০ কেজির বেশি। সাপটি সুস্থ অবস্থায় রয়েছে। সাপটি টেকনাফ স্থলবন্দর সংলগ্ন ১৪ নম্বর ব্রিজ এলাকার গহীন পাহাড়ে অবমুক্ত করা হয়।

সারাবাংলা/এসডব্লিউ