ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লড়তে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না।
মঙ্গলবার (১২ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী নাজনীন নাহারের মাধ্যমে এ আবেদন করেন তিনি। তবে আবেদনটি খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল।
এর আগে, মানবতাবিরোধী অপরাধের এ মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে আইনজীবী মো. আমির হোসেনকে নিয়োগ দেওয়া হয়। এরই মধ্যে পাঁচজন সাক্ষীকে জেরাসহ বেশ কয়েকটি শুনানি করেছেন তিনি। ফলে জেডআই পান্নার আবেদন আমলে নেননি আদালত।
এদিকে, এ মামলায় এখন পর্যন্ত পাঁচজনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৭ আগস্ট দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।