ঢাকা: যুক্তরাষ্ট্র থেকে দুটি জাহাজ ক্রয় এবং স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি আমদানিসহ চারটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে ‘সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’। এতে মোট ব্যয় হবে প্রায় ২ হাজার ১২৪ কোটি টাকা।
মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
বৈঠক শেষে জানানো হয়, বৈঠকে প্রতিটি ৫৫,০০০-৬৬,০০০ ডিডব্লিউটি সম্পন্ন ২টি বাল্ক ক্যারিয়ার জাহাজ ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশন-এর নিজস্ব অর্থায়নে এ জাহাজ দুটি কেনা হবে। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ‘হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চার্স এলএলসি’ এই জাহাজ দুটি সরবরাহ করবে। এতে ব্যয় হবে ৯৩৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকা।
বৈঠকে চলতি বছরের সেপ্টেম্বর ও অক্টোবরের জন্য পৃথক দুটি প্রস্তাবে স্পট মার্কেট থেকে দুটি এলএনজি কার্গো (চলতি পঞ্জিকা বছরের ৩৮ ও ৪১তম) আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে প্রতি এমএমবিটিইউ ১১.৯৭ ডলার দরে ৩৮তম কার্গোটি সরবরাহ করবে সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান ‘মেসার্স আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেড’। বাংলাদেশি মুদ্রায় এতে ব্যয় হবে ৫০২ কোটি ৯৪ লাখ ৯১ হাজার টাকা।
অন্যদিকে ৪১তম কার্গোটি সরবরাহ করবে সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান ‘মেসার্স পেট্রোচায়না ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) পিটিই লিমিটেড’। প্রতি এমএমবিটিইউ ১১.৯০ ডলার দরে বাংলাদেশি মুদ্রায় এতে ব্যয় হবে ৪৮৪ কোটি ৩৮ লাখ ২৬ হাজার টাকা।
এছাড়া বৈঠকে ২০২৬ সালের শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক স্তরের (১ম,২য় ও ৩য় শ্রেণী) পাঠ্যপুস্তক কাগজসহ মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের একটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। পুরো কাজটি ৯৮টি লটে ভাগ করা হয়েছে। এর মধ্যে পৃথক পৃথক ঠিকাদারদের অনুকূলে ৯৬টি লটের অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট পাঠ্যপুস্তকের মোট সংখ্যা হচ্ছে ৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৪৯১টি এবং মোট ব্যয় হবে ২০০ কোটি ৯১ লাখ ৭৮ হাজার টাকা।