Tuesday 12 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসচাপায় দুই শিক্ষার্থীসহ ৪ জনের মৃত্যুর ঘটনায় চালক রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৫ ১৪:২৫ | আপডেট: ১২ আগস্ট ২০২৫ ১৫:০৩

প্রতীকী ছবি

সুনামগঞ্জ: সুনামগঞ্জের বাহাদুপুরে বাসচাপায় দুই শিক্ষার্থীসহ চারজনের মৃত্যুর ঘটনায় বাসচালক জাকির আলমের (৩৫) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ জসিম এই রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, সড়কে বাসচাপার ঘটনায় শিক্ষার্থীসহ মোট চারজনের মৃত্যু হয়। ঘটনার পর থেকেই চালক পলাতক ছিলেন। পরে তাকে সিলেট থেকে গ্রেফতার করা হয়। ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য পুলিশ তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের আবেদন করলে আদালত মঞ্জুর করেন।

মামলার বাদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক বলেন, বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের প্রাণ হারানো ঘটনায় বাসচালকের সাত দিনের রিমান্ডের জন্য আদালতে আবেদন করা হয়। আদালত আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত বুধবার (৬ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের বাহাদুরপুর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহতদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী আফসানা জাহান খুশী (১৭), সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্নেহা চক্রবর্তী (১৭) এবং আলীপাড়ার বাসিন্দা শফিক মিয়া (৭৩)। নিহত অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে সিলেট থেকে বাসচালককে গ্রেফতার করে র‍্যাব। শুক্রবার তাকে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

সারাবাংলা/এসআর

চালক রিমান্ডে সড়ক দুর্ঘটনা সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর