Friday 12 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলোকচিত্রী আবির আব্দুল্লাহর একক প্রদর্শনী শুরু ১৪ আগস্ট

সারাবাংলা ডেস্ক
১২ আগস্ট ২০২৫ ১৭:০০

আবির আব্দুল্লাহ’র একক আলোকচিত্র প্রদর্শনী ‘ট্রাবলিং রেইন

ঢাকা: আলোকচিত্রী ও শিক্ষাবিদ আবির আব্দুল্লাহ’র একক আলোকচিত্র প্রদর্শনী ‘ট্রাবলিং রেইন’র আয়োজন করছে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ধানমন্ডিতে অবস্থিত আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারি-তে এই প্রদর্শনীর উদ্বোধন হবে।

মঙ্গলবার (১২ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা এই তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়, প্রদর্শনীটি ১৪ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এটি সবার জন্য খোলা থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রদর্শনীতে আবির আব্দুল্লাহ তুলে ধরেছেন ঢাকার বর্ষা ঋতুর দ্বৈত রূপ—যা বাংলা সাহিত্যে সৌন্দর্য ও রোমান্সের প্রতীক হিসেবে উদযাপিত। একইসঙ্গে যে ঋতু জটিলতা ও দুর্ভোগেরও কারণ।

বিজ্ঞাপন

আরও বলা হয়, দুই দশকের নিবেদিত সাধনার মাধ্যমে তিনি উন্মোচন করেছেন নগরবাসীর প্রতিদিনের জীবনে লুকিয়ে থাকা স্থিতিস্থাপকতার গল্প। জলমগ্ন রাস্তা, উলটে যাওয়া ছাতা কিংবা অবিরাম বৃষ্টিতে ভেঙে পড়া শহুরে অবকাঠামো—প্রতিটি ছবিই যেমন একান্ত মুহূর্তের দলিল, তেমনি এটি বিশ্বের অন্যতম জনবহুল মহানগরের মানুষের টিকে থাকার সংগ্রামের বৃহত্তর সাক্ষ্যও বটে।

আবির আব্দুল্লাহ বর্তমানে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ফটোগ্রাফি ওয়ার্কশপ সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার আলোকচিত্র যাত্রা শুরু হয় বাংলাদেশ ফটোগ্রাফিক ইনস্টিটিউটে প্রাথমিক পাঠের মাধ্যমে। পরে পাঠশালায় ফটোজার্নালিজমে উচ্চতর প্রশিক্ষণ নেন। তার দীর্ঘ কর্মজীবনে রয়েছে আন্তর্জাতিক কর্মশালা, প্রামাণ্য আলোকচিত্র প্রকল্প এবং শিক্ষা কার্যক্রমে অসামান্য অবদান। তিনি মর্যাদাপূর্ণ মাদার জোন্স ইন্টারন্যাশনাল ফান্ড ফর ডকুমেন্টারি ফটোগ্রাফি এবং আলেক্সিয়া ফাউন্ডেশন প্রফেশনাল গ্রান্ট লাভ করেছেন। দ্য নিউ ইয়র্ক টাইমস, এশিয়াউইক ও টাইমসহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রকাশনায় তার ছবি প্রকাশিত হয়েছে এবং লন্ডন, আমস্টারডাম, সান ফ্রান্সিসকো, পেরপিনিয়াঁ, কুইবেক ও শারজাহসহ বিশ্বের নানা শহরে তার কাজ প্রদর্শিত হয়েছে।

সারাবাংলা/এইচআই

আবির আব্দুল্লাহ আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা আলোকচিত্রী ট্রাবলিং রেইন

বিজ্ঞাপন

‘চিঠি দিও’
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩২

খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে জখম
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৫

আরো

সম্পর্কিত খবর