Saturday 16 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদাবাজি
এনসিপির নতুন কমিটি মাঠে নামার আগেই এক নেতা বহিষ্কার

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৫ ১৭:২৩ | আপডেট: ১২ আগস্ট ২০২৫ ১৮:১৪

এনসিপি নেতা নিজাম উদ্দিন।

চট্টগ্রাম ‍ব্যুরো: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রামের প্রথম নগর কমিটির কার্যক্রম শুরুর আগেই চাঁদাবাজির অভিযোগে এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। নিজাম উদ্দিন নামে ওই নেতা নতুন কমিটিতে যুগ্ম সমন্বয়কারীর পদ পেয়েছিলেন।

মঙ্গলবার (১২ আগস্ট) দলের কেন্দ্রীয় কমিটি নিজাম উদ্দিনকে সাময়িক বহিষ্কার করে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। এতে গণমাধ্যমে তার বিরুদ্ধে উত্থাপিত আর্থিক কেলেঙ্কারির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানানো হয়।

চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন দমাতে নিজাম উদ্দিনের ৫ লাখ টাকা চাঁদাদাবির একটি ভিডিও রোববার (১০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর সোমবার দুপুরে এনসিপির নগর কমিটির যুগ্ম সমন্বয়কারী (দফতর) আরিফ মঈনুদ্দিনের সই করা চিঠিতে তাকে এ বিষয়ে কারণ দর্শাতে বলা হয়।

বিজ্ঞাপন

কিন্তু এর আগেই মঙ্গলবার রাতে দলটির কেন্দ্র থেকে দফতরের দায়িত্বে থাকা যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাতের সই করা নোটিশে বলা হয়, গণমাধ্যমে নিজামের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উত্থাপিত হয়েছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সাংগঠনিক কার্যক্রম থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

পাশাপাশি কেন স্থায়ী বহিষ্কার করা হবে না সেটি ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। নিজাম উদ্দিনের বহিষ্কারাদেশ মঙ্গলবার থেকে কার্যকর হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

গত ৯ আগস্ট এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ দলটির ৩২ সদস্যের চট্টগ্রাম মহানগর কমিটি অনুমোদন করেন। পরদিনই নিজাম উদ্দিনের চাঁদা চেয়ে আরেক ব্যক্তির সঙ্গে কথোপকথনের ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। অবশ্য নিজাম উদ্দিন গণমাধ্যমের কাছে দাবি করেছেন, তাকে হেয় করার জন্য পুরনো ভিডিও ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

নিজাম উদ্দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম মহানগর শাখার সদস্যসচিব ছিলেন। গত ৫ জুলাই তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে সিএমপি কমিশনারকে চিঠি দেন এক নারী। চিঠিতে ওই নারী উল্লেখ করেন, দুই কোটি টাকা চাঁদা না পেয়ে তার স্বামীকে মিথ্যা মামলায় পুলিশে দিয়েছেন নিজাম উদ্দিন। অভিযোগের পর তার পদ স্থগিত করা হলেও কয়েকদিন পরেই ফিরিয়ে দেওয়া হয়।

সারাবাংলা/আরডি/এইচআই

এনসিপি চাঁদাবাজি জাতীয় নাগরিক পার্টি নেতা বহিষ্কার