ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) টানা ৬ দিন সূচকের পতনে মূল্যসূচক বা ডিএসইক্স কমেছে ২২১ পয়েন্ট। একই সময়ে আগের ১ হাজার ১৩৭ কোটি ৪০ লাখ টাকার লেনদেন নেমে এসেছে ৬৬৬ কোটি ৫১ লাখ টাকায়।
এদিকে মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে পুঁজিবাজারে মার্জিন ঋণ নিয়ে নতুন গুজব ছড়িয়ে পড়ে। কে বা কারা গুজব ছড়িয়ে দিয়েছে যে, মার্জিন ঋণের নতুন নীতিমালা হয়েছে। সেখানে একটি কোম্পানির শেয়ার প্রতি আয়ের পাশাপাশি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) বিবেচনায় নিয়ে ঋণের হার নির্ধারণ করা হয়েছে। হঠাৎ করে এই গুজবে পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব ফেলে। দিনশেষে সূচক কমে ২৯ পয়েন্ট।
মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর প্রধান সূচক ডিএসইএক্স ২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩১৫ পয়েন্টে। যা সোমবার ৭ পয়েন্ট, রবিবার ৫৭ পয়েন্ট, বৃহস্পতিবার ৬৩ পয়েন্ট, বুধবার ১৫ পয়েন্ট ও মঙ্গলবার ৫০ পয়েন্ট কমেছিল। অর্থাৎ ৬ কার্যদিবসে সূচক কমেছে ২২১ পয়েন্ট।
ডিএসই-তে ৬৬৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর পরিমাণ আগের দিন হয়েছিল ৬১০ কোটি ৮৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৫৫ কোটি ৬৪ লাখ টাকার বা ৯ শতাংশ।
এদিন ডিএসই-তে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১১৫টি বা ২৮.৯৭ শতাংশের। আর দর কমেছে ২২২টি বা ৫৫.৯২ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬০টি বা ১৫.১১ শতাংশের।
অপরদিকে সিএসই-তে মঙ্গলবার ২২ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসই-তে লেনদেন হওয়া ২২৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৮টির, কমেছে ১২৭টির এবং পরিবর্তন হয়নি ২৮টির। এদিন সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৪০ পয়েন্টে।
আগের দিন সিএসই-তে ১২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই কমেছিল ৩০ পয়েন্ট।