Wednesday 13 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ দফা নির্দেশ
সচিবালয়ের অভ্যন্তরে মিছিল-সমাবেশ ও লিফলেট বিতরণ নিষিদ্ধ

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৫ ১৯:১১ | আপডেট: ১২ আগস্ট ২০২৫ ২০:৩৮

বাংলাদেশ সচিবালয় – (ফাইল ছবি : সংগৃহীত)

ঢাকা: দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তায় সচিবালয়ের ভেতরে সব ধরনের মিছিল, সভা-সমাবেশ বা গণজমায়েত নিষিদ্ধ ঘোষণাসহ ৭ দফা নির্দেশনা জারি করেছে সরকার। এসব নির্দেশনার মধ্যে সন্ধ্যা ৬টার পর সচিবালয়ের অভ্যন্তরে জরুরি দাফতরিক প্রয়োজনে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে বলেও উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারিকৃত ‘বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে নিরাপত্তা জোরদারকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে’ শীর্ষক এক নির্দেশনায় এসব কথা বলা হয়েছে।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জসিম উদ্দিন-এর সই করা নির্দেশনায় বলা হয়েছে, দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র হিসেবে বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে প্রতিটি ভবনের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সচিবালয়ের অভ্যন্তরে অবস্থিত প্রতিটি ভবন/প্রাঙ্গণের সার্বক্ষণিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যান্য নির্দেশনার মধ্যে রয়েছে- সচিবালয়ের অভ্যন্তরে অবস্থিত বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের সম্মেলন কক্ষে অননুমোদিত কোনো সভা বা সমাবেশ অথবা কোনো পেশাগত সংগঠন-সমিতির সভা, সম্মেলন, বৈঠক করা যাবে না;

সাপ্তাহিক ছুটি কিংবা অন্য কোনো ছুটির দিনে সচিবালয়ের ভেতরে দাফতরিক প্রয়োজনে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি নিতে হবে;

সচিবালয়ের ভেতরে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের সচিবালয়ে প্রবেশ পাস দৃশ্যমান রাখতে হবে;

সচিবালয়ের অভ্যন্তরের কোনো ভবন বা প্রাঙ্গণে কোনোরূপ লিফলেট বিতরণ, ব্যানার বা ফেস্টুন ঝোলানো বা স্থাপন করা যাবে না; এবং

সচিবালয়ে প্রবেশকালীন গাড়ি বা ব্যক্তির নিরাপত্তা তল্লাশি দায়িত্বরত নিরাপত্তা বাহিনীকে নিশ্চিত করতে হবে।

উল্লেখিত এসব নির্দেশনা সবাইকে আবশ্যিকভাবে পালন করতে বলা হয়েছে।

সারাবাংলা/আরএস

৭ নির্দেশনা অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার সচিবালয়