Tuesday 12 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারীসহ আটক স্বেচ্ছাসেবক দল নেতা, অতঃপর বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৫ ২০:১১ | আপডেট: ১২ আগস্ট ২০২৫ ২০:৫৮

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা মো. নোমান বাবু (৩৩) কে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাহবুব ফাহাদ সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাময়িক বহিষ্কৃত মো. নোমান বাবু বেগমগঞ্জ পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানা যায় , নোয়াখালী জেলা শাখার অধীনস্থ বেগমগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মো. নোমান বাবু দলের দায়িত্বে থাকা অবস্থায় সংগঠন পরিপন্থি অসামাজিক কার্যকলাপে যুক্ত হয়েছেন। যা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহম্মেদ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের নিকট সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কারণে তাকে বেগমগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হল।

বিজ্ঞাপন

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. নোমান বাবু বলেন, আমাকে বহিষ্কারের বিষয়টি আমি শুনেছি। তবে, আমাকে নারীসহ ফাঁসানো হয়েছে।

নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘আমরা একটা ভিডিও পেয়েছি। তাতে আমাদের মনে হয়েছে এটি অসামাজিক কাজ। তাই ওই সেচ্ছাসেবক দল নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।’

উল্লেখ্য, গত রোববার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার ৮নং বেগমগঞ্জ ইউনিয়নের তফাদার গেইট এলাকার এক গৃহবধূর ঘরে অবস্থান করছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা নোমান বাবু। ওই সময় এলাকাবাসী তাদের আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করে। পরে খবর পেয়ে স্থানীয় নেতারা তাকে উদ্ধার করে। এরপর আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

সারাবাংলা/এসএস

আটক নারী নেতা বহিষ্কার স্বেচ্ছাসেবক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর