Tuesday 12 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন পর্যবেক্ষণে অনুমতি চায় ৩১৮ সংস্থা

স্টাফ করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৫ ২১:০৮ | আপডেট: ১২ আগস্ট ২০২৫ ২৩:৪৬

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য আবেদন করেছে ৩১৮ টি দেশীয় সংস্থা। মঙ্গলবার (১২ আগস্ট) নির্বাচন কমিশনের (ইসি) সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘নির্বাচনে পর্যবেক্ষণে আবেদন জমা দেওয়ার শেষ সময় ছিল ১০ আগস্ট বিকেল ৫টা। নির্ধারিত সময়ের মধ্যে ৩১৮টি আবেদন জমা পড়ে। এছাড়া সময় শেষ হওয়ার পর আরও ১৩টি আবেদন এসেছে।’

এর আগে, গত ২৭ জুলাই পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন আবেদন আহ্বান করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। আইন অনুযায়ী ১৫ দিনের মধ্যে আবেদন করার সুযোগ ছিল, যা শেষ হয় গত ১০ আগস্ট।

উল্লেখ্য, ২০০৮ সালে প্রথমবারের মতো ১৩৮টি সংস্থা নিবন্ধন পায়। ২০১৮ সালে ১১৮টি এবং ২০২৩ সালে ৯৬টি সংস্থা নিবন্ধন পায়। নতুন দেশীয় পর্যবেক্ষক নীতিমালা-২০২৫ অনুযায়ী পূর্ববর্তী নিবন্ধন বাতিল করা হয়েছে। নতুন নিবন্ধন পাওয়া সংস্থাগুলো পরবর্তী পাঁচ বছর স্থানীয় নির্বাচনও পর্যবেক্ষণ করতে পারবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএল/এসএস

অনুমতি নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর