ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, যদি টেবিল আলোচনার মাধ্যমে সংস্কারের বাস্তবায়ন নিশ্চিত করা না যায় তাহলে রাজপথ দখলের প্রস্তুতি নিতে হবে। সংস্কার নিয়ে টালবাহানা করলে কিংবা বাস্তবায়নে বাধা আসলে জনগণকে রাজপথে এসে সংস্কার বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তির আয়োজিত ‘জাতীয় যুব সম্মেলন ২০২৫’-এ তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের গৃহীত সংস্কার প্রস্তাবগুলো মানুষের বহু রক্তের বিনিময়ে এসেছে। এসব প্রস্তাব যদি বাস্তবায়িত না হয়, তবে দীর্ঘদিনের জনদাবি ম্লান হয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘শহিদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখা হয়েছে, সেখানে গণতন্ত্র, জবাবদিহিতা ও ক্ষমতার ভারসাম্য থাকা জরুরি।’
আগামী নির্বাচন সম্পর্কে আখতার হোসেন বলেন, ‘‘প্রয়োজনে প্রেসিডেন্টের অর্ডিন্যান্সের মাধ্যমে ‘জুলাই সনদ’ আইনি ভিত্তিতে আনতে হবে এবং তার ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।’’