Wednesday 13 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৫০০ টাকা নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা!

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৫ ২৩:১৮ | আপডেট: ১৩ আগস্ট ২০২৫ ১০:০০

প্রতীকী ছবি

সিলেট: মাত্র ১৫০০ টাকা নিয়ে বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। নিহত যুবকের নাম আজাদুর রহমান (২৫)। এ সময় তার সঙ্গে থাকা অপর যুবক বদরুল গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার খাদিমনগর জাতীয় উদ্যান এলাকার বুড়জান চা-বাগানের পাশে এ ঘটনা ঘটে।

নিহত আজাদুর রহমান গোয়াইনঘাট উপজেলার বিন্নাকান্দি গ্রামের আব্দুল জলিলের পুত্র। আর গুরুতর আহত বদরুলের বাড়ি একই এলাকার পশ্চিম বড়গুল গ্রামে। তিনি ওই গ্রামের কামাল উদ্দিনের ছেলে।

পরিবার ও স্থানীয়দের অভিযোগ, মাত্র ১৫০০ টাকা নিয়ে বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে আজাদুরকে হত্যা করেছে একই গ্রামের দেলোয়ার বাহিনী।

বিজ্ঞাপন

হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আনিছুর রহমান বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে ওই এলাকার দেলোয়ারের নাম এসেছে। আমরা তাকে যত দ্রুত সম্ভব গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসব।’

সারাবাংলা/পিটিএম

১৫০০ টাকা কুপিয়ে হত্যা যুবক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর