Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৫ ২৩:২৪

নড়াইল: নড়াইল সদরের জঙ্গলগ্রামে টিউবওয়েলে রাখা বালতির পানিতে ডুবে ১৫ মাসের শিশু নাঈমার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) এ মর্মান্তিক ঘটনা ঘটে। নাঈমা জঙ্গলগ্রামের বারেক শেখের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, বারেক শেখের বাড়ির টিউবওয়েলের নিচে বালতি ভরা পানি ছিল। শিশু নাঈমা খেলতে গিয়ে বালতির মধ্যে পড়ে যায়। পরিবারের লোকজন বিষয়টি পরে টের পান। এরপর শিশুটিকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

চন্ডিবরপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার সৈয়দ ওছিকুল ইসলাম ঘটনার সত্যতার নিশ্চিত করে বলেন, শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়ে আমরা অবগত নই। বিষয়টি আমাদের কেউ জানায়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর