Wednesday 13 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৫ ২৩:৪৩ | আপডেট: ১৩ আগস্ট ২০২৫ ১০:০০

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ ও যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমন্ত্রণে আয়োজিত এ বৈঠকে কমিশনের সদস্য সচিব ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এবং মার্কিন দূতাবাসের রাজনৈতিক বিভাগের প্রধান এরিক গিলান উপস্থিত ছিলেন।

বৈঠকে সংস্কার প্রক্রিয়া, আসন্ন জাতীয় নির্বাচন, জাতীয় সনদ ইস্যু এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের অগ্রগতি ও পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এছাড়া জাতীয় ঐকমত্য কমিশনের চলমান কার্যক্রম সম্পর্কেও মতবিনিময় হয়।

বিজ্ঞাপন

এর আগে কমিশন রাজনৈতিক দল ও বিভিন্ন পক্ষের সঙ্গে একাধিক দফা বৈঠক করেছে এবং আসন্ন নির্বাচনে একটি গ্রহণযোগ্য রূপরেখা প্রণয়নে কাজ করছে।

সারাবাংলা/এফএন

ঐকমত্য কমিশন বৈঠক মার্কিন রাষ্ট্রদূত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর