আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়মিতই খেলছেন তিনি। সাকিব আল হাসান এবার মাঠে নামবেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। সিপিএলে মাঠে নামার আগে সাকিব জানিয়েছেন, এবার এই টুর্নামেন্টে দারুণ কিছুই করতে চান তিনি।
সিপিএলে এবার অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলবেন সাকিব। দলের সঙ্গে যোগ দেওয়ার পর তার একটি ভিডিও প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। সেই ভিডিওর শুরুতেই সাকিব বলেছেন, ‘এখানে ফিরতে পেরে অনেক ভালো লাগছে। অ্যান্টিগাতে যোগ দিচ্ছি। মাঠে নামার ব্যাপারে দারুণ এক্সাইটেড এবং সিপিএলে খেলতে মুখিয়ে আছি। হ্যাঁ আগেও খেলা হয়েছে বেশ কয়েকবার বিভিন্ন দলে। আশা করি এই বছরটাও আমার হবে।’
সাকিব আরও জানান, ‘আমাদের দলটা অনেক ভালো, মাঠে এবং মাঠের বাইরে। পল নিক্সন, কার্টলি অ্যামব্রোসের সাথে ড্রেসিংরুম শেয়ার করা হবে। তরুণরাও রয়েছে দলে। যদি ভালোভাবে মিশতে পারি আমরা, আমরা ভালো একটি টুর্নামেন্ট কাটাতে পারব।’
বোলার না ব্যাটার, কোন দায়িত্বে সাকিব বেশি ভালো? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘তাদেরকেই (ক্লাব) সেটা জাজ করতে দিন। আমি চাই আমি দুই বিভাগেই যেন অবদান রাখতে পারি অ্যান্টিগার হয়ে। ক্যারিবিয়ানে অনেক গ্রেট প্লেয়ার আছে। স্যার ভিভিয়ান রিচার্ডস এমনই একজন। এমন স্টেডিয়ামে খেলতে পারা দারুণ হতে যাচ্ছে। আশা করি উনার সাথে দেখা হবে এবং অভিজ্ঞতা বিনিময় হবে।’
বাংলাদেশ সময় আগামী ১৫ আগস্ট ভোর ৫টায় সিপিএলের উদ্বোধনী ম্যাচে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে মাঠে নামছে সাকিবের দল।