Wednesday 13 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ ঢাকার বায়ুমান মাঝারি

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৫ ০৯:২৩ | আপডেট: ১৩ আগস্ট ২০২৫ ১২:১৭

বায়ু দূষণ। ছবি: সারাবাংলা

ঢাকা: বায়ুদূষণে দীর্ঘদিন ধরে শীর্ষ তালিকায় থাকা ঢাকা শহরের অবস্থান কিছুটা উন্নতি হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকাল ৭টা ৪০ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকার একিউআই স্কোর ছিল ৫৬, যা দূষণের দিক থেকে ‘মাঝারি’ ধাপের মধ্যে পড়ে। এতে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৫৩তম।

এ সময় ১৭৬ স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে সৌদি আরবের রিয়াদ (১৪০), তৃতীয় স্থানে ইসরায়েলের জেরুজালেম (১২২), চতুর্থ স্থানে পাকিস্তানের লাহোর (১২১) এবং পঞ্চম স্থানে ইরাকের বাগদাদ (১১৫) অবস্থান করছে।

বিজ্ঞাপন

বায়ুমান সূচক অনুযায়ী-
০–৫০: ভালো
৫১–১০০: মাঝারি
১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
১৫১–২০০: অস্বাস্থ্যকর
২০১–৩০০: খুব অস্বাস্থ্যকর
৩০১–৪০০: ঝুঁকিপূর্ণ

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, উচ্চ একিউআই স্কোরের সময় শিশু, বয়স্ক ও অসুস্থদের বাইরে যাওয়া সীমিত করতে এবং অন্যদেরও বাইরের কার্যক্রম কমাতে।

সারাবাংলা/এফএন/এনজে

বায়ুমান মাঝারি