ঢাকা: ‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনগত স্বীকৃতি প্রদান এবং এ সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে বুধবার (১৩ আগস্ট) রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির পক্ষ থেকে সোমবার (১২ আগস্ট) রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকেল ৫টায় বিজয়নগরের পানির ট্যাংক এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বুধবার (১৩ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংক এলাকায় এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় ও মহানগরীর নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।’
আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় সে লক্ষ্যে এ কর্মসূচিকে সফল করার জন্য ঢাকা মহানগরী জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি ও মহানগরবাসীর প্রতি শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।