Friday 30 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় সাব্বির হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৫ ০৯:৫৮ | আপডেট: ১৩ আগস্ট ২০২৫ ১০:০১

খুলনা: খুলনার রূপসায় সাব্বির হত্যা মামলার প্রধান আসামি শেখ হাফিজসহ (৩২) চার জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) রাত তিনটা থেকে ভোর পর্যন্ত যৌথবাহিনী অভিযান চালিয়ে উপজেলার আইচগাতী ইউনিয়নের বালুর মাঠ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন হাফিজের সহযোগী তানজিল হাসান জ্যোতি (৩৭), মো. মাসুম শেখ (২২) ও মো. দীপু শেখ (২৪)। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, ছুরি ও মাদক উদ্ধার করা হয়।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ২৬ জুন রাতে রূপসার রাজাপুর এলাকায় সাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পর নিহতের মা বাদী হয়ে রূপসা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

কুষ্টিয়ায় বাসচাপায় বৃদ্ধা নিহত
৩০ জানুয়ারি ২০২৬ ০০:২৬

আরো

সম্পর্কিত খবর