Wednesday 13 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বীকৃতি চেয়ে ইসিতে আনিসুল-রুহুলের জাপার নতুন কমিটির চিঠি

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৫ ১১:৩৫ | আপডেট: ১৩ আগস্ট ২০২৫ ১৩:১৭

‎ঢাকা: ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা) নতুন কমিটির স্বীকৃতি চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছে।

‎সম্প্রতি নির্বাচন কমিশন সচিবের কাছে ‘জাতীয় পার্টির ১০ম কাউন্সিল পরবর্তী নব নির্বাচিত নেতৃত্বের’ তথ্য পাঠিয়ে এ চিঠি দেন তারা।

‎চিঠিতে বলা হয়, ৯ অগাস্ট গুলশানের একটি কমিউনিটি সেন্টারে সারাদেশের প্রায় ৫ হাজার কাউন্সিলররে অংশগ্রহণে চার জনকে কণ্ঠভোটে কেন্দ্রীয় নির্বাহী কমিটির শীর্ষপদে নির্বাচিত করা হয়েছে। এছাড়া শিগগির কমিশনে হালনাগাদ তথ্য দেওয়া হবে।

‎তবে বারবার জাতীয় পার্টির ভাঙনের মধ্যে দল থেকে বেরিয়ে নিজেদের মূল ধারা দাবি করলেও ‘দলীয় গঠনতন্ত্রে’ চেয়ারম্যান জিএম কাদেরের একচ্ছত্র এখতিয়ারের কারণে এসব আবেদন ইসি আমলে নেবে কিনা ‘সংশয়’ রয়েছে।

‎ইসি কর্মকর্তারা জানান, এখন পযন্ত ইসিতে জিএম কাদেরের দল নিবন্ধিত এবং তাদের প্রতীক লাঙ্গল। এ নিয়ে অন্য কারো কাউন্সিল আমলে নেওয়ার কথা নয়। তবুও যে কোনো ধরনের আবেদন এলে ইসির কাছে উপস্থাপন করা হবে, কমিশন বিষয়টি আলোচনা করে নিষ্পত্তি করবেন।

‎চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ গণমাধ্যমকে বলেন, ৯ অগাস্ট কাউন্সিল করার পরদিনই নব নির্বাচিত কেন্দ্রীয় কমিটির চারজনের তালিকা নির্বাচন কমিশনে জমা দিয়েছে। বাকি দুইজন হলেন, সিনিয়র কো চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ ও নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু।

‎তিনি জানান, “আমরা প্রসিডিউর মেনে কাউন্সিলরের বিষয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছি। আমরা তো নিবন্ধিত ১২ নম্বর দলের (জাপা, প্রতীক লাঙ্গল) কাউন্সিল করেছি।”

‎নিজেদের অংশকে জাতীয় পার্টির ‘মূল ধারা’ দাবি করে এবং কাউন্সিলও গঠনতান্ত্রিকভাবে ‘বৈধ’ হওয়ায় স্বয়ংক্রিয়ভাবে লাঙ্গল নিজেদের বলছেন তারা। আর নিষ্পত্তির বিষয়টি নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিয়েছেন বলে জানান তিনি।

বিজ্ঞাপন

‎সারাবাংলা/এনএল/ইআ

চিঠি জাতীয় পার্টি (জাপা) নির্বাচন কমিশনে (ইসি)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর