Saturday 18 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একাধিক নদীর পানি বিপৎসীমা অতিক্রমের পূর্বাভাস, চরাঞ্চলে প্লাবনের শঙ্কা

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৫ ১২:৩২ | আপডেট: ১৩ আগস্ট ২০২৫ ১৩:৪৯

ঢাকা: আগামী বুধবার (১৩ আগস্ট) সকাল থেকে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর চরাঞ্চল দ্রুত বন্যার পানিতে প্লাবিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, আগস্ট-সেপ্টেম্বর মাসে বর্ষাকালীন বড় ধরনের বন্যার সম্ভাবনা রয়েছে। তার পূর্বাভাস অনুযায়ী, ১৫ আগস্টের পর থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে বিস্তীর্ণ জনপদ প্লাবিত করতে পারে।

এদিকে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (FFWC) জানিয়েছে, আগামী দুই দিনের মধ্যে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

গঙ্গা নদীর পানি আগামী ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেতে পারে এবং সতর্কসীমা স্পর্শ করতে পারে। তবে এরপরে পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং চতুর্থ ও পঞ্চম দিনে হ্রাসের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পদ্মা নদীর পানি আগামী চারদিনে বৃদ্ধি পেতে পারে এবং উজান থেকে নেমে আসা পানির কারণে বিপৎসীমার কাছাকাছি পৌঁছাতে পারে।

সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে সম্ভাব্য এই পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি নদী তীরবর্তী এলাকার মানুষকে আগাম সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

গুপ্তচরদের কৌশলী জুতা!
১৮ অক্টোবর ২০২৫ ১৭:৩৭

আরো

সম্পর্কিত খবর