Wednesday 13 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে জুয়ার আসর থেকে উপজেলা বিএনপির সভাপতিসহ আটক ৩৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৫ ১৪:১৫

জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ আটক ৩৪ জন।

টাঙ্গাইল: টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডে বিভিন্ন ক্লাবে অভিযান চালিয়ে সদর উপজেলা বিএনপি’র সভাপতি আজগর আলীসহ ৩৬ জনকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়।

বুধবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে আটকদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়,মঙ্গলবার (১২ আগস্ট) গভীর রাতে টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডে সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ অন্তত ৩৪ জনকে আটক করা হয়। এ সময় জুয়ার সরঞ্জাম ও নগদ প্রায় দেড় লাখ টাকা জব্দ করা হয়।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে সেনাবাহিনী ক্লাবে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে বিএনপি নেতাসহ ৩৪ জনকে আটক করে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

আটক উপজেলা বিএনপির সভাপতি জুয়া খেলা