Tuesday 27 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারওয়ান বাজার ও আশপাশে সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৩০

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৫ ১৪:৪৫ | আপডেট: ১৩ আগস্ট ২০২৫ ১৬:০৬

বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজার ও আশপাশ এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতাররা হলেন- ১. মো. জনি (২৭) ২. মো. লিটন (১৮) ৩. মো. শরীফ মোল্লা (৪০) ৪. মো. জামাল (৫০) ৫. মো. মনির ৬. মো. সোহাগ মিয়া (৩২) ৭. মো. নাজমুল (১৯) ৮. মো. সাকিব (২০) ৯. মো. রায়মন (২৬) ১০. মো. আব্দুর রহমান (১৯) ১১. মো. সোহেল হোসেন (২১) ১২. মো. তুহিন (১৮) ১৩. মো. মেহেদি হাসান (২১) ১৪. মো. আরিফ গাজী (২৩) ১৫. মো. আকাশ (২২) ১৬. মো. খায়রুল ১৭. মো. রুবেল ১৮. মো. মুহিন (১৫) ১৯. মো. মিঠু (২৩) ২০. মো. নাইম ইসলাম (১৯) ২১. মো. নাজমুল হোসেন (১৭) ২২. মো. জনি ইসলাম (১৮) ২৩. মো. সুমন (২০) ২৪. মো. মামুন হাসান (২০) ২৫. মো. রিপন (৩৪) ২৬. মো. সুজন (২৬) ২৭. মো. ফারুক (৫০) ২৮. সুবেল মিয়া (২৪) ২৯. শুভ কুমার দাশ (২১) ও ৩০. সোহান গাজী (১৯)।

বিজ্ঞাপন

তালেবুর রহমান জানান, গতকাল (মঙ্গলবার) বিশেষ অভিযান চালিয়ে তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার ও আশপাশ এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে রয়েছে পেশাদার সক্রিয় ছিনতাইকারী, মাদকসেবী, চোর, ডাকাত, সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

তিনি বলেন, তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান এর নির্দেশনায় তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং থানার অফিসার ইনচার্জ-এর তত্ত্বাবধানে তেজগাঁও বিভাগের তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার ও আশপাশ এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। গ্রেফতারদের আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

রংপুরে যুবদলের ৩ নেতাকে শোকজ
২৭ জানুয়ারি ২০২৬ ১৫:৫৩

আরো

সম্পর্কিত খবর