কুষ্টিয়া: কুষ্টিয়ায় পৃথক অভিযানে ৮৬ লাখ ৫৫ হাজার টাকার মাদক ও চোরাচালানী পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দু’জন চোরাচালানিকে আটক করা হয়েছে।
আটকরা হলেন- জেলার দৌলতপুর উপজেলার চড়ুইকুড়ি এলাকার খেদু বিশ্বাসের ছেলে বুলবুল আহম্মেদ (৩৯) ও একই এলাকার হান্ডু মন্ডলের ছেলে আব্দুল রাজ্জাক (৪২)।
বুধবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন ৪৭ বিজিবির লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক মাদক ও চোরাচালানী বিরোধী অভিযানে এক হাজার ৮২৬ কেজি চায়না দুয়ারী ও কারেন্ট জাল, ৯ কেজি ৮৩০ গ্রাম ভারতীয় রুপা ২৩ বোতল ফেনসিডিল, একটি মোটরসাইকেল, একটি মোবাইলফোন উদ্ধার করা হয়েছে। এ সময় চোরাচালানীর অভিযোগে দুই জনকে আটক করা হয়।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় সকল অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি কাজ করছে। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।