Tuesday 07 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় ২ শিশুকে ধর্ষণের চেষ্টা: আসামির ১০ বছরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৫ ১৪:৫৬

জেলা ও দায়রা জজ আদালত, নওগাঁ।

নওগাঁ: জেলার সাপাহারে টিভি দেখার প্রলোভন দেখিয়ে দুই শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় আজিমুদ্দিন (৫৫) নামের এক আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. মেহেদী হাসান তালুকদার এ রায় দেন। এ সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৮ আগস্ট বিকেলে উপজেলার মির্জাপুর গ্রামে আজিমুদ্দিন একই গ্রামের ছয় বছর বয়সী দুই শিশুকে টিভি দেখার প্রলোভন দিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর দুই শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।

বিজ্ঞাপন

বিষয়টি জানতে পেরে শিশুর বাবা সাপাহার থানায় অভিযোগ দিলে তদন্ত শেষে ঘটনার সত্যতা থাকায় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। এ মামলায় আদালত ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ (বুধবার) এই রায় দেন বিচারক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এ্যাডভোকেট রেজাউল করিম এ রায়ে সন্তোষ প্রকাশ করেন। আর আসামি পক্ষের কৌশলি আব্দুর রাজ্জাক উচ্চ আদালতে আপিল করার কথা জানান।

সারাবাংলা/এসডব্লিউ

১০ বছরের কারাদণ্ড শিশু ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর