Thursday 14 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাজিরায় শিশু ধর্ষণের অভিযোগ, পলাতক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৫ ১৬:৩৫

রাজ্জাক মাদবরকে গ্রেফতার করেছে পুলিশ।

শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে পলাতক থাকা আসামি রাজ্জাক মাদবরকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর এলাকার লক্ষ্মীকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতার রাজ্জাক মাদবর জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের আফাজদ্দিন মুন্সী কান্দি এলাকার মকিন মাদবরের ছেলে।

পুলিশ জানায়, গত শুক্রবার জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সরকারি গুচ্ছগ্রামে ওই শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে রাজ্জাকের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পাশের জেলা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম বলেন, ‘এটি অত্যন্ত স্পর্শকাতর ও ঘৃণ্য অপরাধ। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর থেকেই আমরা তাকে গ্রেফতারের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। অবশেষে তাকে আটক করতে সক্ষম হয়েছি।’

তিনি আরও বলেন, ‘আসামিকে বুধবার আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।’

সারাবাংলা/এইচআই

গ্রেফতার জাজিরা পলাতক শিশু ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর