Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চোখের ফলোআপ চিকিৎসায় ব্যাংকক গেছেন মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৫ ১৬:৪১ | আপডেট: ১৩ আগস্ট ২০২৫ ২৩:১৮

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা: চোখের ফলোআপ চিকিৎসায় ব্যাংকক গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে সহধর্মিণী রাহাত আরা বেগম আছেন।

বুধবার (১৩ আগস্ট) সকাল পৌনে ১১টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘মহাসচিবের চোখের রেটিনায় একটি অস্ত্রোপচার হয়েছিল। ফলোআপ চিকিৎসার জন্য আজকে ব্যাংকক গেছেন। উনার যাওয়ার কথা ছিলো ৮ আগস্ট। কিন্তু দলের কর্মসূচি থাকায় আজকে গেছেন। আশা করা যাচ্ছে, সব কিছু ঠিকঠাক থাকলে উনি ১৯ আগস্ট দেশে ফিরে আসবেন।’

স্ত্রী রাহাত আরা বেগমের সঙ্গে মির্জা ফখরুল।

গত ১৪ মে ব্যাংককের রুটনিন আই হসপিটালে বিএনপি মহাসচিবের চোখের অস্ত্রোপচার হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর