Thursday 14 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ বিনিয়োগের জন্য প্রস্তুত, বিদেশি বিনিয়োগ সম্মেলনে আশাবাদ

সিনিয়র করেসপন্ডেন্ট 
১৩ আগস্ট ২০২৫ ১৯:২৫ | আপডেট: ১৩ আগস্ট ২০২৫ ১৯:৪২

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরীর সঙ্গে অন্যান্য অতিথিরা।

ঢাকা: বাংলাদেশ বিনিয়োগের জন্য প্রস্তুত উল্লেখ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের শেয়ারবাজারে আকৃষ্ট করতে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত দিনব্যাপী বিদেশি বিনিয়োগ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আনিসুজ্জামান চৌধুরী বলেন, ‘পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা ব্যাপক। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও সংস্কার কার্যক্রম বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করছে।’

পুঁজিবাজার সংশ্লিষ্টরা জানান, এই সম্মেলনের মূল লক্ষ্য বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের শেয়ারবাজারের অগ্রগতি ও সম্ভাবনা তুলে ধরা এবং নতুন বিনিয়োগে উৎসাহিত করা। তাদের প্রত্যাশা, এ উদ্যোগ পুঁজিবাজারে লেনদেনের খরা কাটিয়ে ঊর্ধ্বমুখী ধারায় ফিরতে সহায়তা করবে।

বিজ্ঞাপন

সম্মেলনে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘নির্বাচনের সময় ঘোষণা করায় দেশি-বিদেশি বিনিয়োগকারীরা প্রস্তুতি নিচ্ছেন। আগামী দিনে বিনিয়োগ বাড়িয়ে দেশের অর্থনীতিতে টাকা ছাপানো বা ঋণ নির্ভরতা কমানো হবে। তবে রাজনৈতিক সংঘাত ও সহিংস পরিস্থিতি পরিহার করে স্থিতিশীল পরিবেশ বজায় রাখা জরুরি।’

বিদেশি বিনিয়োগকারীরাও দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য নিরাপদ ও পূর্বাভাসযোগ্য পরিবেশের ওপর জোর দেন। জাপানি বিনিয়োগকারী তাকাও হিরোশি বলেন, ‘রাজনৈতিক স্থিতিশীলতা বিনিয়োগ আকর্ষণের মূল শর্ত।’

অর্থনীতিবিদ মাশরুর রিয়াজ ও জাহিদ হোসেন বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন, তবে জ্বালানি সংকট ও এলডিসি উত্তরণের মতো চ্যালেঞ্জ মোকাবিলার ওপর গুরুত্ব দেন।

দিনব্যাপী এই সম্মেলনে বিদেশি ১০৭ জন বিনিয়োগকারী অংশ নেন।

সারাবাংলা/এসজে/এইচআই

আনিসুজ্জামান চৌধুরী পুঁজিবাজার শেয়ারবাজার