Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মশিউরকে ফেরত না দেওয়া পর্যন্ত ক্লাস বর্জন


৫ জুলাই ২০১৮ ১২:৩১ | আপডেট: ৫ জুলাই ২০১৮ ১২:৩৬

।।ঢাবি করেসপন্ডেন্ট।।

ঢাকা: কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মশিউরকে ফেরত না দেওয়া পর্যন্ত ক্লাস বর্জনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৫ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক মানববন্ধন থেকে বিভাগের শিক্ষার্থীদের পক্ষে দ্বিতীয় বর্ষের তিথী এই ঘোষণা দেন।

মানববন্ধনে বিভাগের প্রায় ২শ শিক্ষার্থী অংশ নেন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নেহাল করিম, সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা, অর্থনীতি বিভাগের শিক্ষক রুশদ ফরিদী, আন্তর্জাতিক বিভাগের সহযোগী অধ্যাপক তানজীম উদ্দিন খান। মানববন্ধনে মশিউরের বাবা ও ছোট বোন উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বিভাগের ছাত্রী তিথী বলেন, ‘মশিউর আমাদের সহপাঠী ও নিয়মিত শিক্ষার্থী। সে আমাদের সঙ্গে ক্লাসে উপস্থিত না হওয়া পর্যন্ত আমরা ক্লাস করব না।’

সমাজ বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা বলেন, ’আমরা এখানে দাঁড়িয়েছি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের বিরুদ্ধে হওয়া সহিংসতার বিরুদ্ধে। সেই দাবিও যদি বিশ্ববিদ্যালয়ে জানানোর পরিস্থিতি না থাকে তাহলে সেটা বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জাজনক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে এট সম্পূর্ণ সাংঘর্ষিক। আমি ভাবিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রকে মানববন্ধনে দাঁড়ানোর প্রতিবাদে তাকে নির্মমভাবে পেটানো হবে। অহিংস আন্দোলনের বিরুদ্ধে সহিংসতা করে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাবমূর্তি মাটিতে মিশিয়ে দিচ্ছেন।’

বিজ্ঞাপন

মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান নেহাল করিম বলেন, ’বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর দায় এড়াতে পারে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে বলতে পারি, আমাদের কোনো ধরনের খবর না জানিয়ে, আমাদের ছাত্রদেরকে জেলহাজতে নিয়ে যাবে সেটা কাম্য না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমি কর্তৃপক্ষকে বলব অনতিবিলম্বে মশিউরকে ফিরিয়ে দিতে। এই না করলে হয়তো বিভাগের শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে যা সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ের ওপর প্রভাব পড়বে। আমরা চাই শান্তিতে বসবাস করতে।’

মানববন্ধনে মশিউরের ছোট বোন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তার ভাইকে ফেরত দিতে অনুরোধ করেন।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনকারী মশিউরকে ছাত্রলীগের নেতাকর্মীরা গত ৩০জুন সূর্যসেন হল থেকে তুলে নিয়ে পুলিশে সোপর্দ করে। প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে পুলিশ তাকে আটক দেখায়।

সারাবাংলা/কেকে/এসএমএন

বিজ্ঞাপন

২০২৫ সালেই বার্সায় ফিরছেন মেসি?
১৬ জানুয়ারি ২০২৫ ১০:৩৫

আরো

সম্পর্কিত খবর