Wednesday 13 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন যাচাইয়ে ইসির ১০ সদস্যের কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৫ ২০:২৪ | আপডেট: ১৩ আগস্ট ২০২৫ ২২:০১

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন আবেদন যাচাই-বাছাইয়ের জন্য ১০ সদস্যের কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৩ আগস্ট) ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

কমিটির আহ্বায়ক হয়েছেন ইসির আইন শাখার যুগ্ম সচিব ফারুখ আহমেদ। সদস্যসচিবের দায়িত্বে রয়েছেন জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক।

কমিটির অন্য সদস্যরা হলেন— জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম, লাইব্রেরিয়ান নাছিমা আক্তার, সিনিয়র সহকারী সচিব আরাফাত আরা, সহকারী সচিব জেবুন নাহার ও মাহবুব রোমান চৌধুরী, সহকারী প্রোগ্রামার আবু নাসের মো. মানছুর হেল্লাজ, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেন এবং সহকারী সচিব মো. আশরাফুল আলম।

বিজ্ঞাপন

কমিটি পর্যবেক্ষক নীতিমালা ২০২৫, বিজ্ঞাপনের শর্তাবলি ও সংশ্লিষ্ট আইনের আলোকে চেকলিস্ট অনুযায়ী আবেদন ও দলিলাদি যাচাই করবে। যাচাই শেষে পাঁচ কার্যদিবসের মধ্যে তালিকা তৈরি করে উপস্থাপন করবে।

সারাবাংলা/এনএল/এসএস

ইসি কমিটি নিবন্ধন পর্যবেক্ষক যাচাই সংস্থা