Thursday 14 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে ১২৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৫ ২৩:০৯

রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ টি দোকান থেকে ১২৪ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে। এসময় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের দায়ে তাদেরকে ২০ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৩ আগস্ট) বিকেলে রাজবাড়ী শহরের রেলগেট ও বড় বাজারের পান বাজারে এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাফিজুর রহমান ও মো. আবুবকর সিদ্দিকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বড় বাজার এলাকার ৪ টি দোকানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের দায়ে মোট ২০ হাজার ২০০ টাকা জরিমানাসহ মোট ১২৪ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

বিজ্ঞাপন

মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. ইমরান হোসেন। অভিযানটি পরিচালনায় জেলা পুলিশের টিম সহায়তা করে।

পরিবেশ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশিদ বলেন, ‘ভবিষ্যতেও এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।’

সারাবাংলা/এসএস

জব্দ নিষিদ্ধ পলিথিন