Wednesday 13 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাইকে এসে বাসে অগ্নিসংযোগের চেষ্টা, যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৫ ২৩:৫৭

স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টার সময় গ্রেফতার মো. আমিনুর রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর আদাবরে মোটরসাইকেলে করে এসে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টার সময় মো. আমিনুর রহমান ওরফে আমিন (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৩ আগস্ট) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আজ ভোর ৪টা ১০ মিনিটের দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয়সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে মো. আমিনুর রহমান ওরফে আমিনকে (২৬) গ্রেফতার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে পেট্রোল ভর্তি একটি প্লাস্টিকের বোতল উদ্ধার করা হয়।’

বিজ্ঞাপন

তালেবুর রহমান বলেন, ‘আমিনুরসহ অজ্ঞাতনামা কয়েকজন মোটরসাইকেলে করে এসে বাসে অগ্নিসংযোগের চেষ্টা চালায়। স্থানীয় লোকজন বিষয়টি দেখে ফেললে আমিনুরকে আটক করে মারধর শুরু করে। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়। আদাবর থানা টহল পুলিশ সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে নিউরো সাইন্স হাসপাতালে রেফার করেন। প্রাথমিক চিকিৎসার পর আমিনুরকে বেলা ১১টায় থানা হেফাজতে নেওয়া হয়।’

গ্রেফতার আমিনুরের বিরুদ্ধে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সারাবাংলা/এমএইচ/পিটিএম

অগ্নিসংযোগ যুবক গ্রেফতার