Wednesday 13 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে ২ জনকে পিটিয়ে হত্যা
দায়িত্বে অবহেলায় ৬ পুলিশ প্রত্যাহার, তদন্ত কর্মকর্তা বদল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৫ ০২:০৭ | আপডেট: ১৪ আগস্ট ২০২৫ ০২:০৯

তারাগঞ্জে গণপিটুনিতে নিহত রূপলাল দাস ও প্রদীপ লাল। ছবি: সংগৃহীত

রংপুর: রংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে দুইজন নিহতের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে মামলার তদন্তকারী কর্মকর্তাসহ ঘটনাস্থলে উপস্থিত এক উপপরিদর্শক (এসআই) ও ছয় কনস্টেবলকে (সদস্য) তারাগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। প্রত্যাহারের পর তাদের পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) রাতে রংপুরের পুলিশ সুপার আবু সাইম বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যাহার পুলিশ সদস্যরা হলেন— তারাগঞ্জ থানার এসআই আবু জোবায়ের, রংপুর পুলিশ লাইনস থেকে যুক্ত থাকা এসআই সফিকুল ইসলাম। ছয় পুলিশ সদস্য হলেন ফারিকিত আখতার জামান, ধিরাজ কুমার রায়, হাসান আলী, ফিরোজ কবির, মোক্তার হোসেন ও বাবুল চন্দ্র রায়।

বিজ্ঞাপন

এসপি আবু সাইম বলেন, ‘এই পুলিশ সদস্যারা রূপলাল ও প্রদীপ লালকে উদ্ধারে গিয়ে জনতার হাতে রেখে ফেরত আসেন।’

জানা গেছে, বর্তমানে ওই মামলার তদন্তকারী কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে তারাগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামকে। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন এসআই আবু জোবায়ের।

এর আগে, গত ৯ আগস্ট রাত ৯টার দিকে তারাগঞ্জের সয়ার ইউনিয়নের বটতলা এলাকায় উচ্ছৃঙ্খল জনতার পিটুনিতে নিহত হন উপজেলার ঘনিরাপুর এলাকার রূপলাল দাস। একই ঘটনায় নিহত হন তার ভাগনির স্বামী প্রদীপ লাল (৩৫)। প্রদীপের বাড়ি মিঠাপুকুর উপজেলার বালুয়াভাটা গ্রামে। রূপলাল স্থানীয় বাজারে জুতা সেলাই করতেন। ছোট্ট একটি টিনের ঘরে তিনি মা, স্ত্রী ও তিন সন্তানসহ থাকতেন। আর প্রদীপ লাল ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

সারাবাংলা/পিটিএম

২ জন তদন্ত কর্মকর্তা পিটিয়ে হত্যা বদল রংপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর