ঢাকা: ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অধীন প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে আজ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে কারিগরি শিক্ষার্থীরা।
বুধবার (১৩ আগস্ট) কারিগরি ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজে সংগঠনের দফতর সম্পাদক সাব্বির আহমেদের সই করা এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসসি ইঞ্জিনিয়ারদের ‘অযৌক্তিক’ রিটের কারণে ডিএমটিসিএলের ১০ ধরনের সেকশন ইঞ্জিনিয়ার পদে নিয়োগ পরীক্ষা স্থগিত হয়েছে। পাশাপাশি, দশম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী পদ উন্মুক্ত করার দাবিতে ও ষড়যন্ত্রের প্রতিবাদে দেশের সব পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এর আগে, ডিএমটিসিএলের দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘নিয়োগ বিজ্ঞপ্তি-১১-এ উল্লিখিত সেকশন ইঞ্জিনিয়ার (ক্রমিক ৯-১৮) পদসমূহের জন্য আগামী ১৫ আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠাতব্য লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।’
বুধবার সন্ধ্যায় পরীক্ষার স্থগিতাদেশের প্রতিবাদে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) গেটের সামনে শিক্ষার্থীরাও বিক্ষোভ করেন।
সারাদেশের কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভ আজ
স্টাফ করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৫ ০৯:৩৩ | আপডেট: ১৪ আগস্ট ২০২৫ ১০:৩৮
১৪ আগস্ট ২০২৫ ০৯:৩৩ | আপডেট: ১৪ আগস্ট ২০২৫ ১০:৩৮
সারাবাংলা/এনএল/ইআ