Thursday 14 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাংশা উপজেলা আ. লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৫ ০৯:৪৫ | আপডেট: ১৪ আগস্ট ২০২৫ ১১:৪২

খন্দকার সাইফুল ইসলাম বুড়ো।

রাজবাড়ী: রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়োকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজবাড়ী শহরের বড়পুল এলাকা থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করা হয়।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পাংশা মডেল থানার রিকুইজিশনের প্রেক্ষিতে সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পাংশা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তবে সদর থানায় তার নামে কোনো মামলা নেই।

জানা গেছে, সাইফুল ইসলাম বুড়ো পাংশা উপজেলার মাছপাড়া গ্রামের বাসিন্দা। তি‌নি মাছপাড়া ইউনিয়ন পরিষদে একা‌ধিকবার চেয়ারম্যান নির্বাচিত হ‌য়ে‌ছিলেন। রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিমের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন তিনি।

বিজ্ঞাপন

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহউদ্দিন বলেন, পাংশা মডেল থানায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়োর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ১৫(১)/১৫(৩) ধারায় মামলা রয়েছে। তিনি এই মামলার এজাহারে সন্দিগ্ধ আসামি। পাংশা থানার মামলা নম্বর-৫,তাং-০৯/০২/২০২৫। এ ছাড়াও তার বিরুদ্ধে পাংশা থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে।

তিনি আরও বলেন, মামলাটির আসামি হিসেবে দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। তাকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

সারাবাংলা/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর