রংপুর: রংপুরের তারাগঞ্জে দলিত সম্প্রদায়ের দুই ব্যক্তিকে চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৪ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে তারাগঞ্জ আমলি আদালতের বিচারক কৃষ্ণ কমল রায় এ আদেশ দেন। এর আগে, রংপুর কারাগার থেকে চার আসামি এবাদত হোসেন (২৭), আখতারুল ইসলাম (৪৫), রফিকুল ইসলাম (৩৩) ও মিজানুর রহমানকে (২২) কড়া পুলিশি প্রহরায় আদালতে তোলা হয়।
আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা তারাগঞ্জ থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম আসামিদের ৫ দিনের রিমান্ডের আবেদন করে জানান, আসামিরা মব ভায়োলেন্সের সঙ্গে জড়িত। তাদের জিজ্ঞাসাবাদ করে আরও অনেক তথ্য বের করা প্রয়োজন। বিচারক শুনানি শেষে আসামিদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাদের তদন্তকারী পুলিশ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
রংপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট পরিদর্শক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৯ আগস্ট রাতে রুপলাল দাস ও ভাগনি জামাই প্রদীপ দাস ভ্যানে করে তাদের বাসায় ফিরছিলেন। এ সময় বুড়িরহাট এলাকায় তাদের আটক করে চোর অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পরের দিন ১০ আগস্ট নিহত রুপলাল দাসের স্ত্রী ভারতী রানি বাদী হয়ে অজ্ঞাত ৭০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।