সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে জয়ন্ত কুমার রায় (৪৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল চারটার দিকে উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের গড়কোমরপুর এলাকায় ঘটনাটি ঘটে।
জয়ন্ত রায় ছিলেন একই এলাকার তেজেন্দ্র রায়ের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানায়, বৃহস্পতিবার দুপুরে জয়ন্ত নিজ চিংড়িঘেরে আটল দিতে যায়। এ সময় বৃষ্টি শুরু হলে সে ঘেরের বাসায় আশ্রয় নেয়। একপর্যায়ে সেখানে বজ্রপাতের ঘটনা ঘটলে জয়ন্তের মৃত্যু হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, খুবই নিরীহ মানুষ ছিলেন জয়ন্ত। সন্ধ্যার পর পারিবারিক সিদ্ধান্তে তার শেষকৃত্য সম্পন্ন হবে।