Friday 15 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ঢাবি প্রশাসন হলগুলোতে গুপ্ত ছাত্র রাজনীতির প্রতি অনীহা দেখিয়েছেন’

ঢাবি করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৫ ১৯:১৩

ছাত্রদলের প্রতিনিধি দল সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন।

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসন হলগুলোতে গুপ্ত ছাত্র রাজনীতির প্রতি অনীহা দেখিয়েছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য ঘোষিত হলগুলোর কমিটি বিদ্যমান থাকবে বলে জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে এবং ডাকসু কেন্দ্রিক ছাত্র রাজনীতির রূপরেখা নির্ধারণের লক্ষ্যে ছাত্রদলের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য্যের সাথে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন হলগুলোতে গুপ্ত ছাত্র রাজনীতির প্রতি অনীহা দেখিয়েছেন। গুপ্ত ছাত্র রাজনীতি বন্ধে তারা কাজ করবে বলে আমাদের জানিয়েছে। আমরা ছাত্রদল তাদের আশ্বস্ত করেছি সচেতন ছাত্র সংগঠন হিসেবে আমরা সবসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আছি।’

বিজ্ঞাপন

ক্যাম্পাসে থাকা চিহ্নিত ছাত্রলীগের সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচারের বিষয়ে কথা বলেছেন বলে জানান তিনি।

তিনি আশা ব্যক্ত করে বলেন, ‘আগামী শনিবারের (১৬ আগস্ট) মধ্যেই হয়তো ক্যাম্পাসে গুপ্ত ছত্রাজনীতি নিষিদ্ধ, হলে ছাত্র রাজনীতির প্রকৃতি ও ঢাবি ক্যাম্পাসের নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন হতে আমরা আপডেট পাব।’

তিনি দাবি করেন, ‘আমরা ছাত্রদল মব এবং সোশ্যাল মিডিয়ায় মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছি। ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী জুলিয়াস সিজার তালুকদার যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সংসদ-১ ফেসবুক গ্রুপ এর এডমিন। সে বিভিন্নভাবে এই ফেসবুক গ্রুপে ছাত্রদলকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছে। ছাত্রদলের হল কমিটি ঘোষণা কে কেন্দ্র করে যে মব সৃষ্টি হয়েছিল তার অন্যতম নেতৃত্ব প্রদানকারী ছিলেন এই জুলিয়াস সিজার তালুকদার।’

তিনি আরও জানান, ‘কারা সাইবার বুলিং করছে, গুপ্ত ছাত্র রাজনীতির মাধ্যমে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে এবং অপসংস্কৃতির জন্ম দিচ্ছে তা বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত করবে বলে আমাদের আশ্বস্ত করেছে।’

সারাবাংলা/কেকে/এনজে

অনীহা গুপ্ত ছাত্র রাজনীতি ঢাবি প্রশাসন হল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর