Friday 15 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির ভীতি দূর করতে কাজ করছে শিবির: জাহিদুল

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৫ ১৯:৫৮ | আপডেট: ১৪ আগস্ট ২০২৫ ২১:১৯

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম

ঢাকা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতিকে ঘিরে যে ভীতি বিরাজ করছে, তা দূর করতে তাদের সংগঠন কাজ করছে। অতীতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রাখার মূল কারণ ছিল লেজুড়বৃত্তিক রাজনীতি প্রমোট করা, যা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘শিক্ষা সংস্কার প্রস্তাবনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি জানান, ছাত্র শিবিরের ঘোষিত প্যানেলে নারী শিক্ষার্থী এবং অন্যান্য ধর্মের অনুসারীরাও প্রতিনিধিত্ব করবেন, যাতে সব শ্রেণি-পেশা ও ধর্মের শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত হয়।

বিজ্ঞাপন

জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা চাই শিক্ষার্থীরা নিরাপদ, সৃজনশীল ও গণতান্ত্রিক পরিবেশে রাজনীতিতে যুক্ত হোক। এজন্য ভাতৃপ্রতিম ছাত্র সংগঠনগুলোকে কাদা ছোড়াছুড়ি বন্ধ করে দায়িত্বশীল আচরণ করতে হবে।’

সংবাদ সম্মেলনে ৩০ দফা শিক্ষা সংস্কার প্রস্তাবনা ঘোষণা করেন শিবির সভাপতি। প্রস্তাবনার মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো—

  • জুলাই অভ্যুত্থানকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তকরণ
  • শিক্ষা সংস্কার কমিশন গঠন
  • সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ প্রতিষ্ঠা
  • যোগ্য ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদ গঠন
  • মাদরাসা শিক্ষা সংস্কার
  • নারী শিক্ষার প্রসারে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা

এ ছাড়া তিনি বলেন, ‘শিক্ষার মানোন্নয়ন ও নৈতিকতা চর্চাকে জোরদার করার জন্য কারিগরি শিক্ষা সম্প্রসারণ, গবেষণা কার্যক্রমের উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দেওয়া হবে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, ইসলামী ছাত্রসংঘের নেতা আব্দুল মালেক হত্যাকাণ্ডের দিনকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর ১৫ আগস্ট ‘ইসলামী শিক্ষা দিবস’ পালন করে শিবির। এবারের দিবসকে ঘিরে ১৪ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত ‘জাতীয় শিক্ষা সপ্তাহ’ পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

এই সপ্তাহে থাকছে—

  • শিক্ষা সংস্কার প্রস্তাবনা বিষয়ক সংবাদ সম্মেলন
  • সেমিনার ও সিম্পোজিয়াম
  • আলোচনা সভা
  • শিক্ষা উপকরণ ও উপহার বিতরণ
  • ইসলামী শিক্ষা আন্দোলন, আব্দুল মালেকের জীবন ও ইসলামী শিক্ষাব্যবস্থার প্রয়োজনীয়তা নিয়ে রচনা প্রতিযোগিতা
  • কুইজ, বক্তব্য ও বিতর্ক প্রতিযোগিতা
  • জাতীয় পত্রিকা, ব্লগ ও সোশ্যাল মিডিয়ায় ইসলামী শিক্ষা দিবস এবং আব্দুল মালেকের জীবনী নিয়ে লেখালেখি
  • ‘প্রেরণার বাতিঘর’ বইয়ের ওপর শাখাপর্যায়ে বইপাঠ প্রতিযোগিতা
  • অদম্য মেধাবীদের সংবর্ধনা

সংবাদ সম্মেলনে শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, দফতর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা, প্রচার সম্পাদক আজাদুর রহমান আজাদসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

শিবির সভাপতি জাহিদুল ইসলাম তার বক্তব্যে আরও বলেন, ‘আমাদের লক্ষ্য হলো শিক্ষাঙ্গনে একটি ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা, যেখানে শিক্ষার্থীরা নিজেদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হবে এবং জাতি গঠনে সক্রিয় ভূমিকা রাখবে।’

জাতীয় শিক্ষা সপ্তাহের নানা কর্মসূচির মাধ্যমে ছাত্র শিবির শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, নেতৃত্ব এবং ঐক্যবদ্ধতা জোরদার করতে চায় বলে জানান তিনি।

সারাবাংলা/এফএন/এইচআই

ছাত্র রাজনীতি জাহিদুল ইসলাম শিবির শিবিরের সভাপতি