Friday 15 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আসাদুল্লাহ, সদস্য সচিব নাজমুল

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৫ ২০:২৪ | আপডেট: ১৪ আগস্ট ২০২৫ ২০:৫২

ঢাকা: ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব)-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ও উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। এতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ফার্মাসিস্ট মো. আসাদুল্লাহ মিয়াকে আহ্বায়ক এবং জাতীয় সংসদ সচিবালয়ের পার্লামেন্ট মেডিকেল সেন্টারের ফার্মাসিস্ট মো. নাজমুল হুদাকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটিতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে। একই কমিটির উপদেষ্টা করা হয়েছে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর (পাভেল) এবং আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

বিজ্ঞাপন

কমিটির আহ্বায়ক মো. আসাদুল্লাহ মিয়া এবং সদস্য সচিব মো. নাজমুল হুদা যৌথ বিবৃতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন। একই সঙ্গে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা এবং উপদেষ্টামণ্ডলীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন। তারা আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

বিবৃতিতে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, ড্যাব, এম-ট্যাব এবং অন্যান্য পেশাজীবী সংগঠনসহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের সঙ্গে বিএনপি বিরোধী অপপ্রচার রুখতে যুগপৎ আন্দোলন ও সভা-সমাবেশে সর্বোচ্চ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে সকল ফার্মাসিস্ট এবং শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি তাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।

সারাবাংলা/ইএইচটি/এসআর

অ্যাসোসিয়েশন কমিটি গঠন ডিপ্লোমা ফার্মাসিস্ট