Wednesday 01 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৫ ২১:৩৯

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে জয়ন্ত কুমার রায় (৪৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের গড়কোমরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জয়ন্ত রায় পদ্মপুকুর ইউনিয়নের তেজেন্দ্র রায়ের ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, দুপুরের জয়ন্ত নিজের চিংড়ি ঘের দেখবাল করছিলন। এসময় বৃষ্টি শুরু হলে সে ঘেরের ঘরে আশ্রয় নেয়। একপর্যায়ে সেখানে বজ্রপাতের ঘটনা ঘটলে জয়ন্তের মৃত্যু হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এসআর

বজ্রপাত বজ্রপাতে মৃত্যু শ্যামনগর সাতক্ষীরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর