Tuesday 19 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পশুর নদীতে ডলফিন রক্ষায় মাইকিং

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৫ ২২:৪১

ডলফিন রক্ষায় সচেতনতা বাড়াতে মাইকিং

বাগেরহাট: সুন্দরবনের বিপন্ন প্রজাতির ডলফিন সংরক্ষণে সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে বন বিভাগ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) পূর্ব সুন্দরবনের পশুর নদীর ডলফিন অভয়ারণ্য এলাকায় মাইকিং করা হয়েছে।

এসময় স্টেশন অফিসার নজরুল ইসলাম শামিমের নেতৃত্বে পরিচালিত সচেতনতা কার্যক্রমে স্থানীয় জেলেদের ডলফিন শিকার ও আবাসস্থল নষ্ট না করার জন্য আহ্বান জানানো হয়।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, সুন্দরবনের ডলফিন পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলোর সংরক্ষণে সবার সচেতন থাকা অত্যন্ত জরুরি। সচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

ডলফিন পশুর নদী বাগেরহাট মাইকিং