গাজীপুর: গাজীপুরের চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেট এলাকায় সাদ্দাম হোসেন (৩০) নামে এক শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় দোলোয়ার হোসেন নামের এক যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
আহত সাদ্দাম হোসেন ও আটক দোলোয়ার হোসেনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চান্দনা চৌরাস্তা এলাকার মসজিদ মার্কেটের সামনে সাদ্দাম হোসেন ও দেলোয়ার হোসেন নামের দুই যুবক শরবত বিক্রি করেন। বিকেলে পূর্ব শত্রুতার জেরে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দেলোয়ার তার কাছে থাকা ছুরি দিয়ে সাদ্দামের পিঠে ও হাতে আঘাত করেন। এতে গুরুতর আহত হন সাদ্দাম। স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন ও অভিযুক্তকে আটক করে পুলিশে দেন।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত দেলোয়ারকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’