Friday 15 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামিনে কারামুক্ত শমী কায়সার

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৫ ০০:৪৪

অভিনেত্রী শমী কায়সার। ফাইল ছবি

ঢাকা: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সার জামিনে কারামুক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। কারা সদর দফতরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির তথ্যটি নিশ্চিত করেছেন।

এর আগে গতবছরের ৫ নভেম্বর রাতে উত্তরার বাসা থেকে আটক করা হয় শমী কায়সারকে। পরে তাকে জুলাই আন্দোলনের সময়কার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়।

উত্তরা পূর্ব থানার ওই মামলায় নিম্ন আদালতে জামিন না পেলে হাইকোর্টে যান শমী। সেই মামলায় গত ১২ মার্চ জামিন পান তিনি। এর মধ্যে গত ৯ এপ্রিল আজমপুরের কলেজ শিক্ষার্থীকে হত্যাচেষ্টার আরেকটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। সেই মামলায়ও সোমবার (১১ আগস্ট) জামিন পান তিনি।

বিজ্ঞাপন

শহিদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সার ও সাবেক সংসদ সদস্য পান্না কায়সার দম্পতির সন্তান শমী কায়সার নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। এছাড়া, তিনি আওয়ামী লীগের রাজনীতিতেও জড়িত ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও পাননি। তবে দীর্ঘদিন তিনি ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি ছিলেন। এফবিসিসিআই’র পরিচালকও নির্বাচিত হন তিনি।

সারাবাংলা/এমএইচ/পিটিএম

কারামুক্ত জামিন শমী কায়সার